
সৌদি প্রো লিগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আল শাবাবের মুখোমুখি হয়েছিল রোনালদোর দল আল নাসর। গোল করে দলকে ৩-২ ব্যবধানের জয়ও এনে দিয়েছিলেন সিআর সেভেন। আল শাবাবের বিপক্ষে গোল করে দারুণ এক মাইলফলকে পৌঁছে যান ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ওই গোল ছিল ক্লাব ফুটবলে রোনালদোর ৭৫০তম। তবে মাইলফলক ছাপিয়ে পর্তুগিজ মহাতারকা এবার অন্য আলোচনায় এলেন।
ম্যাচ শেষে আল শাবাবের সমর্থকেরা রোনালদোকে উদ্দেশ করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন। প্রথমে কানের পেছনে হাত দিয়ে সেই স্লোগান শুনছেন- এমন ভঙ্গি করেন। একটু পর প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। অঙ্গভঙ্গির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
মাঠে উপস্থিত দর্শকের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গি করায় নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে রোনালদোকে। সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাঠে অসদাচরণের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো, সাথে গুণতে হবে জরিমানাও।
সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে রোনালদোকে।
জরিমানার অঙ্ক কত হবে, তা নিশ্চিত করা হয়নি। তবে বছরে ১৭ কোটি ৫০ লাখ পাউন্ড (২ হাজার ৪৩৫ কোটি টাকা) বেতন পাওয়া রোনালদোর জন্য জরিমানার এই অঙ্ক বড় কোনো সমস্যা তৈরি করবে না বলেই ধারণা করা হচ্ছে।
তবে আল নাসরের শীর্ষ তারকা রোনালদো দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লে তা দলটির জন্য বড় ধাক্কাই হবে। কারণ, বৃহস্পতিবার আল হাজমের বিপক্ষে লিগ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলা হবে না রোনালদোর।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]