
অধিনায়ক তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ভর করে মিরপুরে বিপিএলের ম্যাচে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ৩ ছক্কা ও ছয় চারের মারে সাজানো ইনিংসে ৪৮ বলে ৬৬ রান করেন টাইগার এই ওপেনার। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারাল ফরচুন বরিশাল।
কুমিল্লা আগে ব্যাট করে ১৪০ রানে থামে। বরিশাল ১৯.৪ ওভারে জয়ে পৌঁছে যায় (১৪১/৪)। তামিম ৪৮ বলে ৬৬ রান করেন।
বরিশাল প্লে অফে গেছে। সেখানে এলিমিনেটরে খেলবে তারা চট্টগ্রামের সঙ্গে। এই জয়ে ১২ ম্যাচে ৭ জয় ও ৫ হারে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিতের মাধ্যমে প্লে-অফে খেলবে বরিশাল।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে থেকে প্লে-অফ খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের নিয়মনুযায়ী, টেবিলের তৃতীয় ও চতুর্থ দল প্লে-অফে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। সেক্ষেত্রে আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে লড়বে বরিশাল ও চট্টগ্রাম। একই দিন প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স (১২ ম্যাচে ১৮ পয়েন্ট) এবং কুমিল্লা (১২ ম্যাচে ১৬ পয়েন্ট)।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]