লিটনের ফিফটির পরও সিলেটের বিপক্ষে হারলো কুমিল্লা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮
লিটনের ফিফটির পরও সিলেটের বিপক্ষে হারলো কুমিল্লা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিপিএলে জয়লাভের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলো শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর তাতে সব হারানো সিলেট স্ট্রাইকার্স পেল অর্থহীন এক জয়।


১৯ ফেব্রুয়ারি, সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা।


জয়ের জন্য শেষ ৫ ওভারে দরকার ৬১ রান ছিল কুমিল্লার। হাতে ছিল ৮ উইকেট। ক্রিজে ছিলেন ৩৬ বলে হাফসেঞ্চুরি করা লিটন দাস আর ক্যারিবীয় ব্যাটার জনসন চার্লস। কুমিল্লার লাইনআপে এরপর ছিলেন মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনিল নারিনের মতো ব্যাটার।


কিন্তু সিলেটের সঙ্গে শেষ পর্যন্ত আর পারলো না কুমিল্লা। হেরে গেলো ১২ রানে। ১১ ম্যাচে এটি সিলেটের চতুর্থ জয়। অন্যদিকে দশম ম্যাচে তৃতীয় হারের দেখলো কুমিল্লা। তবে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুই নম্বরে।


কুমিল্লার লক্ষ্য ছিল ১৭৮ রানের। শফিকুল ইসলামের করা ইনিংসের ১৬তম ওভারেই ম্যাচটা ছুটে যায় তাদের হাত থেকে। ওই ওভারের শেষ ৪ বলে মঈন আলিকে রানই নিতে দেননি এই পেসার। শেষ ওভারে কুমিল্লার দরকার ছিল ২৫। তানজিম হাসান সাকিব প্রথম বলেই উপড়ে ফেলেন লিটনের স্টাম্প। ৫৮ বলে লিটনের ৮৫ রানের ইনিংসটিতে ছিল ৭টি চার আর ৩টি বাউন্ডারির মার। সাকিব নিজের শেষ ওভারে তুলে নেন রাসেলের উইকেটও।


এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে সিলেট। ১৮ রানে আউট হন জাকির হাসান। দলীয় ৬৭ রানের আরেক ওপেনার কেনার লুইস (৩৩ রান) আউট কন। পরে নাজমুল হোসেন শান্ত ১২ রানে, ইয়াসির আলি ২ রানে আউট হলে চাপে পড়ে সিলেট। মিঠুন ২০ বলে ২৮ করে আউট হলেও দুর্দান্ত ফিফটি হাঁকান ম্যাচসেরা হাওয়েল। ৩১ বলে ৬২ বলের অপরাজিত ইনিংস খেলেন তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com