
চার ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে আজ সেই অধরা জয়ের খোঁজে ফরচুন বরিশালের মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার দল। টস ভাগ্য অবশ্য মাশরাফির পক্ষেই গেছে। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক।
গত আসরে ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। এবারও শক্তিশালী দল গড়ে সেই স্বপ্ন দেখেছিল মাশরাফি বিন মর্তুজার দল। তবে মাঠের পারফম্যান্সে ঘটেছে ঠিক উল্টোটা। এখনও পর্যন্ত জয়হীন মাশরাফিরা ঘুরে দাঁড়াতে মরিয়া।
এখনও পর্যন্ত মাশরাফিদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং।আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও জয় পাওয়া হয়নি। এর পরের তিন ম্যাচের একটিতেও দেড়শো রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি স্ট্রাইকার্সরা। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও।
৪ ম্যাচে কোনো পয়নেট না পাওয়ায় ৭ দলের মধ্যে ৭ নম্বরে আছে সিলেট। অন্যদিকে ৪ ম্যাচ খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে বরিশাল।
সিলেট স্ট্রাইকার্স : নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, রায়ান বার্ল, আরিফুল হক, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, নাঈম হাসান, মাশরাফি মর্তুজা, রিচার্ড এনগারাভা, রেজাউর রহমান রাজা।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রমরান, প্রীতম কুমার, দুনিথ ভেল্লালেগে, আকিফ জাভেদ, খলিল আহমেদ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]