বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:২৬
বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ বাঁচা মরার লড়াই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সুপার সিক্সের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইয়াং টাইগারদের। ভারতের বিপক্ষে পরাজয় ভুলে নতুন উদ্যমে মাঠে নামার পরিকল্পনা মাহফুজ রাব্বীর দলের। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।


একই সময় কিমবার্লির ডায়মন্ড ওভাল মাঠে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল।


এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফরম্যাটে এসেছে পরিবর্তন। কোয়ার্টার ফাইনালের পরিবর্তে গ্রুপের সেরা দলগুলো খেলবে সুপার সিক্সে। সেরা ছয়ে খেলার সুযোগ বেশি পাবে দলগুলো। গ্রুপের শীর্ষ চার দলের সঙ্গে রানরেটে এগিয়ে থাকা চার রানার্সআপের দুটি দল সুযোগ পাবে সুপার সিক্সে। তাতে প্রথম ম্যাচে ভারতের যুবাদের কাছে বড় ব্যবধানে হেরে কিছুটা বিপাকে পড়েছে ইয়াং টাইগাররা। শেষ দুটি ম্যাচ মাহফুজদের জন্য জীবনমরণ লড়াই।


তবে যা হয়ে গেছে তা নিয়ে বাড়তি চিন্তা করতে রাজি নন যুব পেসার মারুফ মৃধা। মনোযোগটা পরের দুই ম্যাচে ধরে রাখতে চান। ভারতের বিপক্ষে ৫ উইকেট পেয়েছেন পেসার মারুফ মৃধা। তবে পাঁচ উইকেটের চাইতে দল জিতলেই বেশি খুশি হতেন তিনি।


আইসিসির প্রকল্পের অধিনে স্থানীয় স্কুল ছাত্রদের সাথে ক্রিকেট অনুশীলন করেছে ইয়াং টাইগাররা। ডু অর ডাই ম্যাচের আগে চাপমুক্ত থাকার চেষ্টা মারুফ-আরিফুলদের।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com