একসঙ্গে অবসরে বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় চার নারী ক্রিকেটার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫৯
একসঙ্গে অবসরে বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় চার নারী ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী চার নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ৪ ক্রিকেটার হলেন- আনিশা মাহমুদ, সাকিরা সেলম্যান, কাইসিয়া নাইটস ও কায়সোনা নাইট। এই চারজনই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। একসঙ্গেই জিতেছিলেন বিশ্বকাপ, বিদায়ও নিলেন একসঙ্গে।


এই চারজনের বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, চারজনই সম্প্রতি অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বোর্ডকে।


এই চারজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ আনিসা। ২০০৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে ১৪১টি ওয়ানডে ও ১১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন এই অফ স্পিনার। নিয়েছেন ৩০৫টি উইকেট। খেলেছেন পাঁচটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।


মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের কীর্তি গড়া পাঁচজনের একজন আনিসা। বিদায়ের ঘোষণায় আনিসা বলেছেন, ‘গত ২০ বছর সত্যিই দুর্দান্ত ছিল। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি। আমার বিশ্বাস, এখন সরে দাঁড়ানোর সময়, যাতে তরুণীরা তাদের স্বপ্ন লালন করে বাঁচতে পারে, যেমনটি আমি করেছি।’


এদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার সেলমানের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালে। ১০০টি ওয়ানডে খেলে ৮২টি উইকেট নেন তিনি, পাশাপাশি ৯৬টি টি-টোয়েন্টিতে ৫১টি উইকেট আছে তাঁর। তিনি সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।


কিসিয়া ও কিশোনার মধ্যে একটা সম্পর্ক আছে, দুজনই যমজ বোন। ২০১১ সালে অভিষেক হয়েছিল কিসিয়ার, দুই বছর পর ২০১৩ সালে কিশোনার। বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার কিসিয়া ৮৭টি ওয়ানডে খেলে রান করেছেন ১৩২৭। ৭০টি টি-টোয়েন্টিতে করেছেন ৮০১ রান। এদিকে কিশোনা তার ক্যারিয়ারে খেলেছেন ৫১টি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি। দুই সংস্করণে যথাক্রমে ৮৫১ ও ৫৪৬ রান করেছেন তিনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com