সিঙ্গাপুরকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলার বাঘিনীরা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৫
সিঙ্গাপুরকে ৮ গোলে উড়িয়ে দিলো বাংলার বাঘিনীরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে সিঙ্গাপুর নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ৩-০তে জিতে সিরিজে এগিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। সোমবার দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্বাগতিকরা।


ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে পাওয়ার ফুটবল খেলতে থাকা বাংলাদেশের কাছে পুরোপুরি বিধ্বস্ত সিঙ্গাপুর নারী ফুটবল দল। বাংলাদেশের থেকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের জালে প্রথমার্ধে তিন গোল। দ্বিতীয়ার্ধেও সেই আক্রমণ ঝাঁঝ আরো বাড়লো। যা ফলাফল সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে বিশাল জয় তুলে নিল বাংলাদেশ। এর ফলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচেই জয় পেল সানজিদা-ঋতূপর্ণারা। প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ।


৪ ডিসেম্বর, সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুরু থেকেই আগ্রাসী খেলা দেখাতে থাকে বাংলাদেশ দল। একের পর এক আক্রমণ সামাল দিতে দিশেহারা হয়ে যায় সিঙ্গাপুরের ডিফেন্স লাইন। তবে ফাঁকা গোলপোস্ট পেয়েও প্রথম ১৩ মিনিটের মধ্যেই তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেন তহুরা ও সাবিনা।


১৪তম মিনিটে প্রথম আক্রমণে যায় সিঙ্গাপুর, তবে সফল হতে পারেনি তারা। ১৭তম মিনিটে আগের ম্যাচের জোড়া গোলদাতা তহুরা খাতুনই করেছেন প্রথম গোলটি। ডান দিক থেকে সাবিনার ফ্রিকিক ছিল। মাসুরা পারভীন ভলিতে বল বক্সে রাখেন, সেই বলে আফিদা খন্দকারের হেড পোস্টের কাছে থাকা তহুরার কাছে গেলে আরেক হেডে তিনি তা জালে জড়িয়ে দিয়েছেন। সিঙ্গাপুর এই ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় গোল হজম করে। এবার ঋতুপর্ণা বল জালে ঠেলেন সাবিনার কর্ণারে।


এদিন প্রথমার্ধেই সাইফুল বারীর দল এগিয়ে যায় ৩-০ তে। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেছেন তহুরা। সানজিদা আক্তারের ক্রসে ঋতুপর্ণার জোরালো শট সিঙ্গাপুর গোলরক্ষক হাতে জমাতে পারেননি, ফিরতি বল তহুরা জালে পাঠিয়ে দিয়েছেন।


দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর পালা। সেটাই করেন সাবিনারা। এবার গোল পান সানজিদা। ঋতুপর্ণার ক্রসে তহুরার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে বাঁদিক থেকে কোনাকুনি শটে সেই বল পোস্টে ঢুকিয়েছেন এই উইঙ্গার। ৬২ মিনিটে ঋতুরই অসাধারণ আরেক গোল, বক্সে ঢুকেই বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন তিনি প্রথম পোস্ট দিয়ে। ব্যবধান তাতে ৫-০ হয়ে যায়। সেটি হাফ ডজন হয়, সানজিদার বদলে শামসুন্নাহার জুনিয়র মাঠে এলে। বাঁ দিক দিয়ে বল নিয়ে উঠে সাবিনাকে দিয়ে ষষ্ঠ গোলটি করিয়েছেন তিনি।


৬ গোলের পর সিঙ্গাপুর গোলরক্ষকই বদলে ফেলে। কিন্তু আরও দুটি গোল হজম করতে হয়েছে বদলী গোলরক্ষককে। বাংলাশের হয়ে বদলী নামা সুমাইয়া, শামসুন্নাহারই করেছেন গোল দুটি। এতে ২-০ তে সিরিজ ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com