উত্তর প্রদেশে শামির নামে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ২১:২৬
উত্তর প্রদেশে শামির নামে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ শুরু হুয়ার ৪ ম্যাচ পর হার্দিক পান্ডিয়ার চোটের বদৌলতে খেলার সুযোগ পান মোহাম্মদ শামি। মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে সেই শামি তাক লাগিয়ে দিয়েছেন পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীদের। ভারতকে ফাইনালে তোলার অন্যতম নায়কঅ তিনি।


মাত্র ৬ ম্যাচে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী তো বটেই, বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও এখন শামির দখলে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে জাহির খান ২১টি উইকেট নিয়েছিলেন। এবার জাহিরকে ছাপিয়ে গিয়েছেন শামি।


আগুনে বোলিংয়ে সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন একাই। ভারতীয় পেসারের এই গর্বে শামিল তাঁর রাজ্য উত্তর প্রদেশ সরকারও।


কৈশোরে রোজ ২৫ কিলোমিটার সাইকেল চালিয়ে জন্মশহর আমোরাহ থেকে মোরাদাবাদের সোনাকপুরে গিয়ে গুরু বদরুদ্দিন সিদ্দিকীর কাছে ক্রিকেট শিখেছেন ২৭ বছর বয়সী শামি। এখন শামির গ্রাম আমরো জেলার সাহসপুর আলিনগরে একটি স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছেন উত্তর প্রদেশ সরকারের।


আমোরা জেলার ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার তিয়াগির বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, শামির গ্রামে ১ হেক্টর জমির ওপর স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। প্রত্যন্ত অঞ্চলে রাজ্য সরকারের ২০টি স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে শামির গ্রামে এই জমি বরাদ্দ দেওয়া হবে। ‘শামি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন, তাই তাঁর জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বড় পুরস্কার’, ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানিয়েছেন ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার তিয়াগি।


শুধু খেলার মাঠই নয়, স্টেডিয়ামে অ্যাথলেটিকস টার্ফ, জিমসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে বলেও জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। নির্মাণে ৫ কোটি রুপি খরচ হতে পারে বলে জানিয়েছেন তিনি। পরিকল্পনা পাস হলেই শুরু হবে স্টেডিয়াম নির্মাণের কাজ যা উদ্বোধন করবে শামির পরিবার।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com