ব্যাটিং ব্যর্থতায় ২০৪ রানে অলআউট বাংলাদেশ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:৪৪
ব্যাটিং ব্যর্থতায় ২০৪ রানে অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যর্থ-ব্যর্থ-ব্যর্থ-ব্যর্থ-ব্যর্থ, বিশ্বকাপে টানা পাঁচ ব্যর্থতার পর আজও ব্যর্থতার প্রহর গুণছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর এর শুরু হয়েছে ব্যাটিং ব্যর্থতা দিয়ে। উইকেট ব্যাটিং বান্ধব হোক কিংবা ধীর-নিচু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন অবধারাতি। পাকিস্তানের বিপক্ষেও হল একই দশা।


৬ রানে ২ আর ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মধ্যে লিটন, রিয়াদ ও সাকিব ছোট জুটি দেন। তারপরও পাকিস্তানের বিপক্ষে ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে এদিন ৭০ বলে ৫৪ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া লিটন (৪৫) ও সাকিব (৪৩) দুজনই ফিরেছেন পঞ্চাশের দোড়গোড়ায় গিয়ে।


ইডেন গার্ডেন্সে মঙ্গলবার টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক সাকিব আল হাসান। টানা পাঁচ হারে বাংলাদেশের সেমিফাইনালের আশা কার্যত শেষ। টুর্নামেন্টের বাকি থাকা তিন ম্যাচে নতুন শুরুর আশার কথা শুনিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উলটো নিজেদের ব্যর্থতার ধারাবাহিকতাই ধরে রাখল বাংলাদেশ।


কলকাতার বল ধীর ও নিচু হয়ে আসার উইকেটে টার্নও ছিল। ব্যাটিং নেওয়া ছিল সহজ সিদ্ধান্ত। দেখে-শুনে-সেট হয়ে ব্যাট করতে হত ব্যাটারদের। পাওয়ার প্লেতে উইকেট ধরে রাখা ছিল ব্যাটারদের মূল দায়িত্ব। কিন্তু তানজিম তামিম-নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম সেটা পারেননি।


প্রথম ওভারে তানজিদ ফিরে যান শূন্য করে। শাহিন আফ্রিদির পরের ওভারে উইকেট দেন নাজমুল শান্ত (৪)। ষষ্ঠ ওভারের শেষ বলে মুশফিককে (৫) তুলে নেন হারিস রউফ।


ওই ধাক্কা কিছুটা সামলে নেন ওপেনার লিটন ও পাঁচে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। তারা ৭৯ রান যোগ করেন। লিটন ফিরে যান ৬৪ বলে ৪৫ রান করে। ছয়টি চার মারেন তিনি। খানিক বাদেই আউট হন রিয়াদ। তার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান। তিনি ৭০ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান করেন। এরপর হৃদয় ৬ রান করে আউট দলে ১৪০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।


পরে সাকিব ও মিরাজ ৪৫ রানের জুটি গড়ে দলকে দুইশ’ রানের কাছে নিয়ে আসেন। এদিন ছয়ে ব্যাট করতে নেমে সাকিব ৬৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। মিরাজ ৩০ বলে ২৫ রান করে আউট হন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও ওয়াসিম জুনিয়র ৩টি করে উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন হ্যারিস রউফ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com