দ্বিতীয় দিনের মতো গুরুর থেকে ভুল শুধরে নিচ্ছেন সাকিব
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৩৭
দ্বিতীয় দিনের মতো গুরুর থেকে ভুল শুধরে নিচ্ছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিরপুরে কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মিরপুরে এসেছেন সাকিব। এরপর ইনডোরে অনুশীলন শুরু করেন তিনি।


এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন সাকিব। বিশ্বকাপের মাঝেই দলকে ভারতে রেখে সাকিবের দেশে দেখেই তার সমালোচনা করছে সমর্থকরা। তবে সাকিবের ঢাকায় ফেরার বেশকিছু কারণ রয়েছে।


চলতি বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিবের। বল হাতে উইকেট থাকলেও প্রভাব ফেলতে পারছেন না ম্যাচ প্রেক্ষাপটে। তাই নিজেকে ফিরে পেতেই সাকিব আল হাসান ঢাকায় ফিরে এসেছেন বলে জানিয়েছেন অলরাউন্ডারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। গতকাল তার সঙ্গে অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্ট সাকিব। আরও একটা সেশনের পর ফিরে যাবেন দলের কাছে।


বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরেই হয়তো সাকিবের মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে হাজির হয়েছেন ক্রিকেটগুরু খ্যাত নাজমুল আবেদীনের কাছে। ইনডোর স্টেডিয়ামে গুরু ফাহিমের কাছে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিচ্ছেন সাকিব।
জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com