নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলঙ্কা প্রথম জয়
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৯:৪১
নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলঙ্কা প্রথম জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এ বারের বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা। লখনউয়ের মাঠে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারাল তারা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শূন্যের গেরো টপকালেন কুশল মেন্ডিসেরা।


চলমান ওয়ানডে বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম তিন ম্যাচেই হারের মুখ দেখেছে। হ্যাটট্রিক হারের পর লঙ্কানরা আজ মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। লখনউয়ের একানা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং লোগান ভ্যান বিকের ১৩০ রানের রেকর্ড জুটিতে ২৬২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ডাচরা। লক্ষ্য তাড়া করতে নেমে সাদিরা সামারাবিক্রমার ৯১ রানের দায়িত্বশীল ইনিংসে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের মুখ দেখতে পেল লঙ্কানরা।


২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ওপেনার পাথুম নিসাংকা ও কুসন মেন্ডিস। দশম ওভারে লঙ্কান অধিনায়ক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে নিজের অর্ধশতক তুলে নেন নিসাংকা। দলীয় ১০৪ রান তিন উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়লেও মিডেল ওভারে দলকে টেনে তুলেন সাদিরা সামারাবিক্রমা।


এই মিডেল অর্ডার ব্যাটারের ব্যাটে জয়ের পথে থাকে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে দলের জয়ের ভীত গড়েন সাদিরা। তাদের ৭৭ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় লঙ্কানরা। শেষ দিকে ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা। এই ডানহাতি ব্যাটারের ৯১ রানের ইনিংসে ৪৯তম ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো করতে পারেননি দুই ডাচ ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারেই কাসুন রাজিথার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেন বিক্রমজিত সিং। এরপর পাওয়ার প্লে শেষ ওভারে আরেক ওপেনার ম্যাক্স ওদাউদকেও ফেরান রাজিথা। ৪৮ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।


এদিকে ৪৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া নেদারল্যান্ডস দলীয় রান ৯১ হতেই আজ হারায় আরও চার উইকেট। রাজিথা-দিলশান মাদুশাঙ্কার বোলিং তোপে একে একে সাজঘরে ফিরেন কলিন একারমম্যান-বাস ডি লিডিরা।


তবে ৯১ রানে ৬ উইকেট হারানোর পরও আজ ডাচরা ম্যাচে ফিরেছে এঙ্গেলব্রেখট-ভ্যান বিক জুটির কারণে। সপ্তম উইকেটে এ দুজন মিলে দলীয় সংগ্রহে যোগ করেছেন ১৩০ রান। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। ৪৬ ওভারে এঙ্গেলব্রেখট আউট হলেও ততক্ষণে ২২১ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস। সাজঘরে ফেরার আগে ডাচ এই ব্যাটার করেছেন ৭০ রান।


এদিকে এঙ্গেলব্রেখট ফেরার পর ৫৯ রান করে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৯ রানে। এরপর ইনিংসের দুই বল বাকি থাকতেই ডাচরা অল আউট হলেও পায় ২৬২ রানের এক লড়াকু পুঁজি। লঙ্কানদের হয়ে আজ সর্বোচ্চ ৪টি করে উইকেট পান রাজিথা এবং মাদুশাঙ্কা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com