টাইগারদের বিপক্ষে স্টোকসের খেলা নিয়ে শঙ্কা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১৮:২৪
টাইগারদের বিপক্ষে স্টোকসের খেলা নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।


কোমরের ইনজুরির কারণে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি ৩২ বছর বয়সী স্টোকস।
ইঞ্জুরির কারণে বিশ্রামে থাকার ১০দিন পর রবিবার নেটে সামান্য ব্যাটিং অনুশীলন করেছেন স্টোকস। একইসাথে অনুশীলনে হালকা রানিংও করেছেন। কিন্তু এখনো তাকে পুরোপুরি ফিট মনে হয়নি। ধর্মশালার বাজে আউট ফিল্ড নিয়ে এবারের বিশ্বকাপের শুরু থেকেই সমালোচনা হয়ে আসছে। সে কারণে স্টোকসকে নিয়ে কোন সিদ্ধান্তের আগে ধর্মশালার মাঠের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ইংল্যান্ডকে।


হিমালয়ের পাদদেশে অবস্থিত হবার কারণে ধর্মশালা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্টেডিয়ামের তকমা পেয়ে গেছে। কিন্তু এর আউটফিল্ড নিয়ে সমালোচনা একটি নিয়মিত ইস্যুতে পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টটি বাজে আউটফিল্ডের কারণে ধর্মশালা থেকে ইন্দোরে সড়িয়ে নেয়া হয়েছিল।


আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি ও পিচ বিশেষজ্ঞ এন্ডি এ্যাটকিনসন রবিবার গ্রাউন্ড স্টাফদের সাথে নিয়ে ধর্মশালার পিচ পরিদর্শন করেছেন। মাঠের বেশ কিছু জায়গায় ঘাস উঠে গেছে, পুরো আউটফিল্ড জুড়ে বালুর পরিমান বেশী পাওয়া গেছে।


ইংল্যান্ড মাঠের অনুশীলনের তুলনায় নেটেই বেশি সময় কাটিয়েছে। টিম ম্যানেজমেন্টকে মাঠের বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা গেছে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের পর ধর্মশালার আউটফিল্ডকে তারা পর্যবেক্ষণের মধ্যে রেখেছে।


ধর্মশালার আউটফিল্ড নিয়ে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটও বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে মুজিব আহত হন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com