শান্তর বিদায়; ৫০ ওভার টিকতে পারছে না বাংলাদেশ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪
শান্তর বিদায়; ৫০ ওভার টিকতে পারছে না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দলের অন্য ব্যাটাররা যখন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, অধিনায়ক শান্ত ঠিকই নিজের দায়িত্ব বুঝে খেলেছেন, দলের হাল ধরেছেন। কিন্ত শেষ পর্যিন্ত টিকে থাকতে পারেননি। আউট হলেন ৭২ রানে।


নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।


খেলা শুরুর মিনিট পাঁচেক বাকি। ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছিলেন মাঠে নামার জন্য। তখনি শের-ই-বাংলায় নামে বৃষ্টি। দ্রুত পিচ ঢেকে রাখা হয় কাভারে। শুরুতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে। তাও বেশি স্থায়ী হয়নি। ১০ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায় বৃষ্টি। ২টা ১০ মিনিটে কাভার সরিয়ে নেওয়া হয়। নির্ধারিত সময়ের ১৮ মিনিট দেরিতে শুরু হয় খেলা।


১৪৭তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হয় জাকির হসানের। ২০১৮ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটারের। তবে এরপর ৪ বছরের বেশি সময় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। অবশেষে ২০২২ সালের ডিসেম্বর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। অভিষেক ম্যাচেই হাঁকিয়েছেন শতক। ৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তার সংগ্রহ ২৫৮ রান। কিন্ত ওয়য়ানডে অভিষেকটা রাঙাতে পারলেন না এই তরুণ।


অভিষেক ম্যাচে মাত্র ১ রান করেই ফিরে গেলেন জাকির হাসান। তানজিদ হাসান তামিমও বিদায় নিলেন খুব দ্রুত। তৃতীয় ওভারের প্রথম বলটি মোকাবেলা করতে এসেই অফ স্ট্যাম্পের ওপর রাখেন বোল্ট। খোঁচা দিতে যান তামিম। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ফিন অ্যালেন ক্যাচটি তালুবন্দী করে নেন।


৫ বলে ৫ রান করে আউট হয়ে গেলেন তানজিদ হাসান তামিম। বিশ্বকাপ দল ঘোষণার আগে এভাবে আউট হওয়াটা তার জন্য নিশ্চয় ভালো কোনো বার্তা বয়ে আনবে না।


তাওহিদ হৃদয় এশিয়া কাপে একটি ম্যাচ ছাড়া প্রায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আজও তিনি ব্যর্থ হলেন। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ১৮ রান করে বিদায় নিলেন তিনি।


ফার্গুসনের ১৪২ কিলোমিটার গতির বল রুখে দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ঠিকঠাক হয়নি। বল ডিফেন্স করার পর যাচ্ছিলো উইকেটের দিকে। মুশফিক পা দিয়ে সরাতে চেয়েছিলেন, কিন্তু স্পর্শ করতে পারেননি। বল আঘাত করে উইকেটে। এরপর মুশফিকের পাও লাগে উইকেটে। দুই ছক্কায় সম্ভাবনা দেখানো মুশফিক বোল্ড। তার আউটে ভাঙে শান্তর সঙ্গে গড়া ফিফটির জুটির। দুজনের জুটি থেকে ৫৯ বলে ৫৩ রান আসে।


শান্ত , মাহমুদউল্লাহ জুটি বেশ আশা জাগানিয়া ছিল। ইশ সোধির বলে পরপর দুটি চার মেরে খেলা জমিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্ত পরের ওভারেই এডাম মিলনের বলে কিপারের হাত ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ট্রেন্ট বোল্টের বলে একইভাবে কিপারের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে শেখ মাহেদী। এর ঠিক পরপরই ম্যাককঞ্চির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ১৭১/৮ (৩৩.৩ ওভার)


বিবার্তা/পুলক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com