হঠাৎ ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১৯:০৩
হঠাৎ ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে আয়োজক দেশটি। আর ঠিক এমন সময় বিশ্বকাপের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সময়মতো আগুন নেভাতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বুধবার গভীর রাতে ইডেনে আকস্মিক এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে।


বিশ্বকাপের মেগা ইভেন্টের আগে এমন ঘটনা যেন ভারতের প্রস্তুতির দিকেই প্রশ্ন তুলে দিল। বুধবার আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে যায় দমকল বাহিনীর দুটি ইউনিট। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছেন, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে।


অগ্নিকাণ্ডের ফলে বড় ধরণের ক্ষতি না হলেও ড্রেসিংরুমে রাখা খেলায়াড়দের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।


এর আগে, গত শনিবারই ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে এসেছিল আইসিসি-র প্রতিনিধি দল। পরিদর্শন শেষে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষও জানিয়েছিল তারা। কিন্তু এরপরেই যেন ঘটলো বিপত্তি। মাত্র তিনদিন পরেই এল অগ্নিকাণ্ডের খবর।


দমকল বাহিনীর সূত্রে জানা যায়, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেনের ড্রেসিংরুমে চলছিল শেষ সময়ের প্রস্তুতি। এরইমাঝে বুধবার রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় সেখানকার পরিবেশ। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।


দমকল বাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।


উল্লেখ্য, ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যার মধ্যে আছে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচও। বর্তমানে চলছে সেখানকার শেষ সময়ের কাজ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু আইসিসিকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। তবে বুধবার রাতের এই দুর্ঘটনা ইডেনের প্রস্তুতি নিয়ে সন্দেহের জন্ম দিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com