লঙ্কান প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৩:২১
লঙ্কান প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই শুরু করেছেন তাসকিন আহমেদ। বর্তমানে জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–১০ এ বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন লাল-সবুজের এই প্রতিনিধি। এই আসরে তিন ম্যাচ খেলে তার শিকার ৫ উইকেট। এমনকি এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।


ডানহাতি এই পেসারের অর্জনের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। ডাম্বুলা অরা তাসকিনকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে। তাসকিনের একটি বিশ্বস্ত সূত্র আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, আগামী ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএল। চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর এই সময়ে বাংলাদেশের কোনো সূচি নেই। তবে ফাঁকা এই সময়ে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। তাই এই সময়ে লঙ্কান লিগে তাসকিন খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।


এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন তাসকিন। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এখনও এনওসি দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে ম্যানেজম্যান্টকে সে (তাসকিন) জানিয়েছে।


চলতি বছরে কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তা হয়ে উঠেনি। এ ছাড়া গেল বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু একই কারণে খেলা হয়নি তাসকিনের।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com