কাজী সালাউদ্দিনের পদত্যাগ চায় বিএফইউজে
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৮:২৪
কাজী সালাউদ্দিনের পদত্যাগ চায় বিএফইউজে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২ মে বাফুফে কার্যালয়ে নির্বাহী কমিটির সভার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের বাপের জুতা পরা ছবি নিয়ে ফেডারেশনে আসতে হবে- এমন মন্তব্য করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। যার জেরে সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন দেশের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন - বিএফইউজে।


৩ মে, বুধবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল আলম ও মহাসচিব দীপ আজাদ এমন বক্তব্যের নিন্দা জানিয়ে কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন।


বিএফইউজের দফতর সম্পাদক সেবীকা রানী স্বাক্ষরিত বিবৃতিতে তারা অবিলম্বে কাজী সালাউদ্দিনকে পদত্যাগের দাবি জানান। অন্যথায় সারাদেশের ফুটবল সংগঠকদের তাকে অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় সাংবাদিকদের এই শীর্ষ সংগঠনটি।


মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির দীর্ঘ সভার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে নিজেদের মধ্যে আলোচনায় মাইক্রোফোনের সামনে কাজী সালাউদ্দিনকে বলতে শোনা যায়, ‘জার্নালিস্ট এখানে ঢুকতে গেলে তাদের বাপের ছবি দিতে হবে। কন্ডিশন হলো, বাপের একটা ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি। আমার তো এখানে বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’


এই বক্তব্য নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ করলে তিনি তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।


এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েন নানা কারণে সমালোচিত কাজী সালাউদ্দিন। সাংবাদিকদের পক্ষ থেকেও এর নিন্দা জানানো হয়।


এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সালাউদ্দিনের পদত্যাগ দাবি করল বিএফইউজে।


বিবৃতিতে বলা হয়, দেশের ফুটবল সংস্থার শীর্ষ পদে থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু সাংবাদিক সমাজ নয়, তাদের পরিবারকে জড়িয়ে এই বক্তব্য দেওয়ার পর বাফুফে সভাপতির মানসিক স্বাস্থ্য নিয়ে দেশবাসী সন্দিহান হয়ে পড়েছে।


বিবৃতিতে বলা হয়, কাজী সালাউদ্দিনের দায়িত্ব পালনকালে দেশের জনপ্রিয় এই খেলার মান প্রতিনিয়ত নিম্নগামী। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা প্রায় সবার নিচে। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বাফুফে। যার সাম্প্রতিক প্রমাণ ফিফার নিষেধাজ্ঞা। বিভিন্ন সময়ে এসব খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত। যার বহিঃপ্রকাশ ঘটেছে তার সবশেষ মন্তব্যে।


দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পর বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলেও মনে করে বিএফইউজে।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com