তিন নম্বর পজিশনে ব্যাট করা পছন্দ আফিফের
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭
তিন নম্বর পজিশনে ব্যাট করা পছন্দ আফিফের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান বিপিএলে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না আফিফ হোসেন। তবে শনিবারের ম্যাচে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন চট্টগ্রাম চ্যালেন্জান্সের এই বাঁহাতি ব্যাটার। করেছিলেন ৫২ বলে ৬৯ রানের ম্যাচজয়ী নান্দনিক এক ইনিংস। যদিও এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে নম্বর তিনে ব্যাট করেছিলেন আফিফ।


এমন বিধ্বংসী ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের তরুণ এই ক্রিকেটার। সেখানে জানিয়েছেন সময় নিয়ে ব্যাট করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। আফিফ বলেন, ‘বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। পরে গিয়ে সেটা কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন্য একটু কঠিন হয়ে যায়।’


এছাড়া নতুন করে নম্বর তিনে ব্যাটিং করা কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নের জবাবে আফিফ বলেন, ‘তিনে ব্যাটিং করা সবসময়ই পছন্দ আমার। আজ (গতকাল) সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকি। ’ নিজে বেছে নেওয়ার সুযোগ থাকলে কোথায় খেলতেন? তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’


আফিফ যোগ করেন, ‘আমি যেখানেই খেলি আমার চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। কখনো চিন্তা করি না যে, আমাকে এই পজিশনে নামানো হয়েছে বা ওই নাম্বারে নামানো হয়েছে। ফেভারিট পজিশন থাকে। সেভাবেই পছন্দ করি জায়গাটা। ম‌্যাচ জিতিয়ে বের হওয়া স্বস্তির। এটা ভালো লাগছে বেশি।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com