বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়েই খেলতে চান রবিন দাস
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২২:০২
বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়েই খেলতে চান রবিন দাস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেটার রবিন দাসের জন্ম এবং বেড়ে ওঠা সবকিছুই লন্ডনের মাটিতে। তবে রবিনের বাবা একজন বাংলাদেশি, বাড়ি সিলেটের সুনামগঞ্জে। ইংল্যান্ডে বেড়ে ওঠার কারণে রবিন ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন সেখানেই। কাউন্টি ক্রিকেটের পাশাপাশি রবিন দাস খেলেছেন ইংল্যান্ডের জার্সি গায়েও। ইংলিশদের হয়ে অবশ্য এখন পর্যন্ত অভিষেক হয়নি রবিনের, তবে বদলি ফিল্ডার হিসেবে একবার ইংল্যান্ডের টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।


সম্প্রতি রবিন দাস খেলতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ঢাকা ডমিনেটরসের হয়ে খেললেও এখন পর্যন্ত ব্যাট হাতে মাঠে নামা হয়নি তার। সোমবার মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন রবিন। জানালেন, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন দেখেন তিনি।


এ প্রসঙ্গে রবিন বলেন, ‘এখন অবধি আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। কিন্তু আমি কোনো দরজা বন্ধ করতে চাই না ভবিষ্যতের জন্য। তবে ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন।’


ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ পাওয়াটা তুলনামূলক কঠিন বাংলাদেশের চেয়ে। তবুও ইংল্যান্ডের হয়েই খেলার আগ্রহ কেন এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘ওই দেশে বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের হয়েই খেলা দরকার।’


বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রবিনের ভালো লাগে লিটন দাসকে, ‘লিটন অবিশ্বাস্য ক্রিকেটার। সম্ভবত গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিল সে। আমার মনে হয় লিটন বিশ্বেরই অন্যতম সেরা। সে আমাকে অনুপ্রাণিত করে।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com