রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৪:১৪
রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর পর্দা উঠতে বাকি আর মাত্র চার দিন। আগামী ৬ জানুয়ারি শুরু হবে এবারের আসর। বিপিএলকে সামনে রেখে রবিবার (১ জানুয়ারি) থেকেই অনুশীলনের তোড়জোড় শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।


প্রথম দিনের অনুশীলনে নামে রংপুর রাইডার্সও। অনুশীলনে নামার আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএলে ২০১৭ চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিবেন টাইগার উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার (৩১ ডিসেম্বর) এক পোস্টের মাধ্যমে রংপুর ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নির্বাচিত হলেন নুরুল হাসান সোহান!’


রংপুর রাইডার্সের হয়ে এবার মাঠ মাতাবেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তারা দলে টেনেছে পাকিস্তানের শোয়েব মালিক, তারকা পেসার হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজকে। এছাড়াও জিম্বাবুয়ের সিকান্দার রাজা, আফগানিস্তার আজমাতুল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটাররাও থাকছেন।



একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড:


সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।


ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।


ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com