ভারতের কাছে বারবার হেরে যাওয়ায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে ড্রয়ের ছকে থাকছে বাংলাদেশ। আজ শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
শক্তিশালী দল নিয়ে স্বাগতিক ভারত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে জয়ে ফেভারিটও। তবে প্রতিযোগিতাটির টানা তিনবারের চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার কথা বলছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, সুর মিলিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুনও।
দুই দলের ছয় ম্যাচের সবগুলোতেই হার বাংলাদেশের। সবশেষ গত এসএ গেমসে ভারতের কাছে ৫-১ গোলে হেরেছিল ছোটনের শিষ্যরা। ছয় হারের বোঝা মাথায় নিয়ে শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।
চলতি আসরে শুরুর হিসেব কষলে এগিয়ে অবশ্য বাংলাদেশই। আফগানিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল ভারত। অন্যদিকে আফগানদের ৬-০ ব্যবধানে উড়িয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা একাই করেন পাঁচ গোল; অপর গোলটি সিরাত জাহান স্বপ্নার।
দুটি দলের সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ায় ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ কোচ ও অধিনায়কের মুখে ভারতকে হারানোর ঘোষণা নেই। আছে আটকে রাখার প্রত্যয়। অবশ্য ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
শুক্রবার টিম হোটেল সাংবাদিকদের বাংলাদেশ কোচ ছোটন রক্ষণাত্মক কৌশলে খেলার কথা জানালেন।
তিনি বলেন, অনেক আগে থেকে বলে আসছি ভারত অনেক শক্তিশালী টিম। ওদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আর আমাদের দলটা অন্যান্যবারের তুলনায় তরুণ। কিন্তু এই দলটা গত দুই–তিন বছর যাবৎ উন্নতি করছে। সেটার ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভারতের সঙ্গে ভালো খেলার চেষ্টা করব। আমরা সেই খেলাই খেলার চেষ্টা করব, যেখানে গত কয়েক বছরে আমাদের উন্নতির ছাপটা থাকে’।
‘ভারত তো অবশ্যই শক্তিশালী দল। তবে আমরাও হারার আগে হেরে যাচ্ছি না। যার যে প্রশংসা প্রাপ্য, সেটা তো দিতে হবে। আমরা চেষ্টা করব নিজেদের শতভাগটা দেওয়ার’ ভারতকে সমীহ করেই বললেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা।
বালা দেবি, সাসমিতা মালিক, কমলা দেবির মতো অভিজ্ঞ খেলোয়াড় দিয়ে সাজানো ভারতের আক্রমণভাগ। শামসুন্নাহার-শিউলি-নার্গিসে গড়া বাংলাদেশ রক্ষণভাগের ওপর দিয়ে যাবে ঝড়টা। সাবিনা আত্মবিশ্বাসী নিজের রক্ষণ সামলানো নিয়ে। মাঝমাঠের মাইনু-মৌসুমি-মারিয়ার ওপর রাখছেন আস্থা।
সোজা কথায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে ড্রয়ের ছকে থাকছে বাংলাদেশ। ঠিক উল্টো মেরুতে ভারত কোচ সাজিদ ধর। তবে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। আফগানদের জালে গোল উৎসবে মাতা বাংলাদেশের সাবিনাকে আটকে জয়ের ছক কষছেন তিনি।
বিবার্তা/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]