শিরোনাম
গেইলের রেকর্ড ভেঙে ডি ভিলিয়ার্সের নতুন ইতিহাস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ২০:৩৯
গেইলের রেকর্ড ভেঙে ডি ভিলিয়ার্সের নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএলের ১৩ আসরের ইতিহাসে এতদিন সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জয়ের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। সোমবার (১২ অক্টোবর) ২২তম ম্যাচ সেরার পুরস্কার জয়ের মধ্যদিয়ে গেইলকে ছাড়িয়ে যান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।


সোমবার (১২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স।এদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৩ বলে পাঁচটি চার ও ছয়টি দৃষ্টি নন্দন ছক্কায় ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বেঙ্গালুরু।


জবাবে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২/৯ রান তুলতে সক্ষম হয় দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।৮২ রানের বিশাল জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে গেইলকে ছাড়িয়ে যান তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com