শিরোনাম
করোনায় পিছিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৪:৫৪
করোনায় পিছিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা পরিস্থিতিতে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর পিছিয়ে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। উদ্বোধনী আসরটি নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা।


পূর্ব ঘোষণা অনুযায়ী লঙ্কা প্রিমিয়ার লিগ হওয়ার কথা ছিল ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তাদের দ্বারা নির্ধারিত স্বাস্থ্য নির্দেশিকা বিবেচনায় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।


শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এই লিগ দিয়েই শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরাতে চেয়েছিল। আশা প্রকাশ করেছিল, ৭০জন বিদেশি ক্রিকেটারও এতে অংশ নেবেন। ঝামেলা তৈরি হয় সেখানেই। বোর্ড তাদের জন্য মাত্র ৩ দিনের কোয়ারেন্টিনের প্রস্তাব দিলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতে রাজি ছিল না। তারা চেয়েছে ১৪ দিনের কোয়ারেন্টিন! এমন বাধ্যবাধকতার পরেই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেয় এসএলসি।


উল্লেখ্য, ৫টি শহরের নামে গড়া হয়েছিল দল। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা নামের দলগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com