শিরোনাম
২০২২ নারী এএফসি এশিয়ান কাপ ভারতে
প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৮:৩২
২০২২ নারী এএফসি এশিয়ান কাপ ভারতে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২২ সালের নারী এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২৩ সালের জানুয়ারিতে এই আসর শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।


গোলডটকম জানিয়েছে, আহমেদাবাদ ও মুম্বাই হতে পারে সম্ভাব্য দুটি ভেন্যু। এএফসি নারী ফুটবল কমিটি গত ফেব্রুয়ারিতে এশিয়ান কাপ আয়োজনের জন্য ভারতের নাম সুপারিশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভারতকে এর স্বত্ব দেয়া হয়েছে। আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে সরাসরি খেলার যোগ্যতাও লাভ করেছে ভারত।


নারী এশিয়ান কাপের এই আয়োজনের স্বত্ব লাভের জন্য বিডে ভারতের সাথে আরো অংশ নিয়েছিল চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ১৯৮০ সালের পর দ্বিতীয়বারের মত নারীদের এই মর্যাদাকর টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেল ভারত। টুর্নামেন্টে ১৯৮০ ও ১৯৮৩ সালে দুইবার রানার্স-আপ হয়েছে ভারতীয় নারী দল। এছাড়া ১৯৮১ সালে ব্রোঞ্জ পদক লাভ করেছিল। ২০০৩ সালে ভারত সর্বশেষ এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com