শিরোনাম
ফুটবল বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো
প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৮:০০
ফুটবল বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে বিলিয়নিয়ারের খেতাব জিতেছেন পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, ফুটবলের প্রথম ও বিশ্বে তৃতীয় অ্যাথলেট হিসেবে বিলিয়নিয়ারের খেতাব জিতেছেন রোনালদো।


৩৫ বছর বয়সী রোনালদো গলফ তারকা টাইগার উডস ও বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদারের পর বিলিয়নিয়ারের ক্লাবে ঠাঁই করে নিলেন। করোনাভাইরাসের কারণে বেতন থেকে সাড়ে তিন মিলিয়ন ইউরো কাটা যাওয়া সত্ত্বেও গত বছর ৮৫ মিলিয়ন ইউরো আয় করেছেন রোনালদো। আর এটা তাকে মেসির আগে বিলিয়নিয়ার করেছে। রোনালদোর চেয়ে তিন বছরের ছোট মেসিও সামনের বছর বেতন ও অন্যান্য এন্ডোর্সমেন্ট মিলিয়ে বিলিয়নিয়ার হবে বলে আশা করা যাচ্ছে।


রোনালদো তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ৫০০ মিলিয়ন ইউর আয় করেছেন তার বেতন থেকে। আর বাকি উপার্জন আসে এন্ডোর্সমেন্ট থেকে। রোনালদ কেবল বিভিন্ন কোম্পানি নয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিয়মিত আয় করে থাকেন। ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য রোনালদোর অ্যাকাউন্টে ঢুকে প্রায় ১ মিলিয়ন ইউরো। এর পাশাপাশি নিজের ব্যবসায়িক ব্র্যান্ড ‘সিআর৭’ তো আছেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com