শিরোনাম
যুবরাজের বিতর্কিত মন্তব্যে উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া
প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৭:১১
যুবরাজের বিতর্কিত মন্তব্যে উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য করায় উত্তাল হয়ে উঠেছে ভারতের সোশ্যাল মিডিয়া। যুবরাজ সিংকে সবার কাছে করজোড়ে ক্ষমা চাইতে বলছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। ইতিমধ্যে বিষয়টি চরম গুরুতর পর্যায়ে পৌঁছেছে। সোশ্যাল মিডিয়ায় '#যুবরাজ সিং মাফি মাঙ্গো' অর্থাৎ মাফ চাও ট্রেন্ড চালু হয়ে গেছে।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সূত্রপাত গেল এপ্রিলে। ওই সময় ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে নানা বিষয় নিয়ে কথা বলেন যুবি। তাতে মজা করে টিম ইন্ডিয়ার লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে একটি মন্তব্য করেন তিনি।


রোহিতের সঙ্গে আড্ডায় চাহালের প্রসঙ্গ উঠতে যুবি বলেন, এ ধরনের লোকদের কোনো কাজ নেই। বিশেষ করে তোর আর যুজির। যুজি (চাহাল) নিজের পরিবারের সঙ্গে কী ভিডিও দিয়েছে, দেখেছ। আমি তাকে বলেছি-তুই পাগল নাকি। নিজের বাবাকেও নাচাচ্ছিস!


নিছক মজার ছলে কথাগুলো বলেন বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু এর জেরে সোশ্যাল মিডিয়া এমন উত্তাল হয়ে উঠবে, সেটি বোধহয় বুঝতে পারেননি যুবরাজ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com