শিরোনাম
একমাত্র বাংলাদেশেই আমরা কোনো সমর্থন পাই না: রোহিত
প্রকাশ : ১৬ মে ২০২০, ০৮:১৬
একমাত্র বাংলাদেশেই আমরা কোনো সমর্থন পাই না: রোহিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের বর্তমান সহ-অধিনায়ক, সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা বলেছেন, একমাত্র বাংলাদেশেই ভারত কোনো দর্শক সমর্থন পায় না।


শুক্রবার (১৫ মে) বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভ আড্ডায় যুক্ত হন রোহিত। সেখানেই দুই দেশের ভক্তদের সাম্প্রতিক ক্রিকেট দ্বৈরথ প্রসঙ্গে এ কথা বলেন রোহিত।


‘হিটম্যান’ খ্যাত রোহিত দুই দেশের দর্শকদের ক্রিকেট আবেগের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষ খুবই আবেগ প্রবণ। আমরা খারাপ খেললেও সবাই সমালোচনা করে। আমি বাংলাদেশে খেলেছি। দেখেছি, বাংলাদেশী সমর্থকেরা কতটা আবেগ প্রবণ।’


এরপরই বলেন, ‘বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে ভারত কোনো সমর্থন পায় না! বিশ্বের যেখানেই যাই না কেন ভারতীয় দর্শকের সমর্থন পেতে আমরা অভ্যস্ত। একমাত্র বাংলাদেশে সেটা হয় না। আমাদের ম্যাচ দেখতে বড় জোড় ১০০-২০০ জন ভারতীয় দর্শক থাকে।’


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com