শিরোনাম
করোনাভাইরাস: এক বছর পেছাল কোপা আমেরিকা
প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ০৯:২০
করোনাভাইরাস: এক বছর পেছাল কোপা আমেরিকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্থগিত করা হলো কোপা আমেরিকা। ২০২০ সালের পরিবর্তে লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটি বসবে ২০২১ সালে।


মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।


১২ দলকে নিয়ে এবছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি।


বিবৃতিতে সাউথ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের প্রধান আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা এবং বারবার ভাইরাসের বিবর্তন এড়াতে এই সিদ্ধান্ত নেয়া।


বিশ্বের মতো করোনা ভাইরাসের কারণে থমকে গেছে কোপার বর্তমান সেরা ব্রাজিলের ফুটবলও। এরইমধ্যে ঘরোয়া ফুটবলের সমস্ত আয়োজন স্থগিত করেছে দেশটি।


একইসঙ্গে সাউথ আমেরিকার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোও স্থগিত করার আহ্বান জানিয়েছিল কনমেবল। তাতে সাড়া দিয়ে বাছাইপর্ব স্থগিত করেছে ফিফা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com