শিরোনাম
তাইজুলের ঘূর্ণিতে চতুর্থদিনের প্রথম সাফল্য
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩
তাইজুলের ঘূর্ণিতে চতুর্থদিনের প্রথম সাফল্য
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ম্যাচের বাকি পুরো দুই দিন। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৮৫ রানের মধ্যে ৮ উইকেট। অন্যদিকে জিম্বাবুয়ের প্রাথমিক লক্ষ্য আরো ২৮৬ রান করে স্বাগতিকদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে আনা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনের খেলা শুরুর আগে এমনটাই ছিলো ম্যাচের সমীকরণ।


যেখানে স্বাভাবিকভাবেই চালকের আসনে ছিলো বাংলাদেশ। খেলা শুরুর পরেও আধিপত্য বিস্তার করতে সময় নেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দিনের ষষ্ঠ এবং নিজের তৃতীয় ওভারে এনে দিয়েছেন প্রথম সাফল্য। ফলে আর ৭টি উইকেট নিলেই ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে যাবে বাংলাদেশ।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ৩৮ বলে ৯ এবং অধিনায়ক ক্রেইগ আরভিন খেলছেন ৩ বলে ১ রান নিয়ে। ইনিংস পরাজয় এড়াতে তাদের এখন প্রয়োজন ২৭৫ রান।


চতুর্থদিনের প্রথম উইকেটটা পেলেন তাইজুল ইসলাম। কাসুজাকে করা বলটা লেগ স্টাম্প থেকে একটু বাড়তি বাউন্স করেছিল, ডিফেন্স করতে গিয়ে দ্বিতীয় স্লিপে মিঠুনকে সহজ ক্যাচ তুলে দিলেন জিম্বাবুয়ের ওপেনার। ১০ রানে ফিরলেন কাসুজা, বাংলাদেশ পেল তৃতীয় উইকেট।


তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫


বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৪ ওভারে ৫৬০/৬ ইনিংস ঘোষণা


জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৯ ওভারে ৯/২


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com