শিরোনাম
হালান্দের ৫ গোল, ৬১ মিনিটে
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১০:০৮
হালান্দের ৫ গোল, ৬১ মিনিটে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুই ম্যাচ মিলিয়ে খেলার সুযোগ পেয়েছেন ৬১ মিনিট। তাতেই ৫ গোল! ১৯ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং ব্রট হালান্দ নিজের অভিষেক ম্যাচে বদলি নেমে করেন হ্যাটট্রিক।


আর শুক্রবার দ্বিতীয় ম্যাচেও বেঞ্চ থেকে মাঠে নেমে করলেন জোড়া গোল। ম্যাচে এফসি কোলনকে ৫-১ ব্যবধানে হারায় ডর্টমুন্ড। এ জয়ে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি।


৬৫তম মিনিটে থরগান হ্যাজার্জের বদলি হিসেবে মাঠে নামেন হালান্দ। রাফায়েল গুরেইরো, মার্কো রয়েস ও জ্যাডন সানচোর গোলে ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড। ৭৭তম মিনিটে নিজের প্রথম গোল করেন হালান্দ। ৮৭তম মিনিটে দ্বিতীয়টি।


২০২০-এ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের চেয়েও বেশি গোল করেছেন হালান্দ। ৩৬০ মিনিট খেলে ম্যানইউ গোল করেছে চারটি। আর টটেনহ্যাম হটস্পারের গোল ২টি!


অভিষেকে হালান্দের হ্যাটট্রিকের পর ডর্টমুন্ডের জার্মান তারকা রয়েস বলেছিলেন, রবার্ট লেভানদোস্কির পর এত ভালো স্ট্রাইকার আর আসেনি ডর্টমুন্ডে।


মাত্র ২০ মিলিয়ন ইউরোতে বোধহয় দ্বিতীয় লেভানদোস্কিকেই কিনে ফেললো বরুশিয়া ডর্টমুন্ড!


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com