শিরোনাম
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৬:৪৬
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাগপুরের বির্দভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার চলমান টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচ। সিরিজ নির্ধারণীর এই ম্যাচ জিতলে ইতিহাস গড়বে টাইগাররা।


তবে দুই ক্রিকেটারের ইনজুরি ভাবাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মোসাদ্দেকের জায়গায় ঢুকতে পারেন তিনি। অন্যদিকে মোস্তাফিজুরের বিকল্প হিসেবে বাংলাদেশ একাদশে আসতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম অথবা আরাফাত সানি। আর যদি মোস্তাফিজ খেলে তাহলে কপাল পুড়বে শফিউল বা আল-আমিনের। তখন দুজনের একজন বাদ পড়বেন।


এদিকে ভারতের ব্যাটিং লাইনআপ দারুণ শক্তিশালী। আগুনে ফর্মে রয়েছেন রোহিত শর্মা-শিখর ধাওয়ানরা।


রোহিতের সঙ্গে যথারীতি ওপেনিং করবেন শিখর ধাওয়ান। গেল ম্যাচে ৪৩ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত। তাকে দারুণ সঙ্গ দেন ধাওয়ান। সেই ফর্ম ধরে রেখে এবার বাংলাদেশ বধ করতে চাইবেন হিটম্যান-গাব্বার।


তিন নম্বরে লোকেশ রাহুল প্রথম দুই ম্যাচে বড় রান করতে পারেননি। তবে তাকে আরেক ম্যাচ সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। চারে শ্রেয়াস আইয়ার দারুণ ব্যাটিং করে দলকে ভরসা দিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ২২ এবং দ্বিতীয়টিতে ১৩ বলে ২৪ রান করে নটআউট থাকেন তিনি।


পাঁচে থাকবেন রিশভ পন্থ। রাজকোটে রোহিত ধামাকায় সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। যে কারণে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। তবে প্রথম টি-টোয়েন্টিতে রান পান তিনি। অবশ্য সেট হয়ে উইকেট ছুড়ে আসায় সমালোচিত হন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।


ফাইনালি লড়াইয়ে দলে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে ভারত। যে কারণে ছয় নম্বরে ব্যাটিং করতে পারেন মনীশ পান্ডে। শিবম দুবের পরিবর্তে খেলতে পারেন তিনি। শেষ দুই ম্যাচে ব্যাটে-বলে কোনো বিভাগেই দলকে ভরসা দিতে পারেননি এ অলরাউন্ডার।


বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন/মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান/তাইজুল ইসলাম/আরাফাত সানি, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।


ভারত সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার,রিশভ পন্থ (উইকেটরক্ষক),মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com