শিরোনাম
ভারতকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ২১:২৯
ভারতকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে টাইগাররা। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় দ্রুত চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় সফরকারীরা।


প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ৪৮ রান করে শুভ সূচনা করেন নাঈম-লিটন। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ হয় ৭৮ রান। কিন্তু ১৩তম ওভারে মুশফিক ও সৌম্য ফিরে যাওয়ার পর বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে যায় টাইগারদের।


৮ম ওভারের দ্বিতীয় বলে রিশব প্যান্টের দুর্দান্ত থ্রোতে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। ১১তম ওভারের তৃতীয় বলে দলীয় ৮৩ রানে ফিরে যান শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করা মোহাম্মদ নাঈম।


তখনও বড় স্কোরের স্বপ্ন ছিল টাইগার শিবিরে। আগের ম্যাচে অনবদ্য মুশফিক তখনও ক্রিজে। তার সঙ্গে সৌম্য সরকারের স্টাইলিশ ব্যাটিং টাইগার সমর্থকদের আশাবাদী করে তুলেছিল। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলেই মুশফিককে সাজঘরে ফেরান চাহাল।


দলীয় ৯৭ রানের ব্যক্তিগত ৪ রান করে মুশফিক আউট হলে টাইগার সমর্থকরা সৌম্য সরকারের ওপর ভরসা করেন। কিন্তু একই ওভারের শেষ বলে সৌম্য প্যান্টের হাতে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরে যাওয়ায় বড় স্কোরের স্বপ্ন ভেঙে যায় টাইগারদের।


এর পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ৩০ রান করে ফিরে যান সাজঘরে। ২০ অভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে টাইগাররা। ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নামবে স্বাগতিক ভারত।


ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য দল, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ঘরের মাঠে তাদের হারাতে পারেনি কেউ। ২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে ছিল। কিন্তু তিনটিতেই জয়ের স্বাদ পায়নি কেউ।


এবার সে সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ ভারতকে হারাতে পারলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করবে তারা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com