শিরোনাম
এনসিএলের তৃতীয় দিনের খেলা শুরু
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১০:৩৪
এনসিএলের তৃতীয় দিনের খেলা শুরু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে দেশের চার ভেন্যুতে লড়ছে আট দল।


শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা।


ঢাকা-রংপুর


চট্টগ্রামে প্রথম স্তরের এ ম্যাচে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭১ রান। লিটন দাস ৫১ ও নাঈম ইসলাম ৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন। এর আগে সাইফ হাসানের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ঢাকা প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৬৬ রানে।


রাজশাহী-খুলনা


খুলনায় প্রথম স্তরের এ ম্যাচে আগের দিনের ৬ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে খুলনা। নুরুল হাসান সোহান ৩৫ ও আব্দুর রাজ্জাক ৭ রানে ব্যাটিংয়ে নামেন। রাজশাহী তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬১ রান।


ঢাকা মেট্রো-সিলেট


বগুড়ায় দ্বিতীয় স্তরের এ ম্যাচে দ্বিতীয় ইনিংসে আগের দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে ঢাকা মেট্রো। মোহাম্মদ নাঈম ৮ ও রাকিন আহমেদ ১ রানে ব্যাটিং শুরু করেন। এর আগে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ২৪৬ রানের জবাবে সিলেট করে ৩১৯ রান।


চট্টগ্রাম-বরিশাল


ফতুল্লায় দ্বিতীয় স্তরের এ ম্যাচে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বরিশালের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০৪ রান। মোহাম্মদ আশরাফুল ও মোসাদ্দেক হোসেন- দুজনই ৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন। এর আগে চট্টগ্রাম প্রথম ইনিংসে করেছিল ৩৫৬ রান।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com