শিরোনাম
বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতীয় মিডিয়ার কটাক্ষ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৪১
বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতীয় মিডিয়ার কটাক্ষ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ক্রিকেট নিয়ে আবারো কটাক্ষ করেছে ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস। এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।


আগামি মাসে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। টি-টুয়েন্টি ক্রিকেটে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। সেটাকে থিম রেখেই প্রমো ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস।


বিজ্ঞাপনে শেবাগ বলেন, এখানেই এতো উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায় তাহলে যে কি করবে কে জানে!


স্টার স্পোর্টস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রমো পোস্ট করে ক্যাপশনে লেখে- টি২০ ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কি অপরাজেয়র তকমা ধরে রাখতে পারবে? উত্তর জানতে চোখ রাখুন ৩রা নভেম্বর, সন্ধে ৬ টা থেকে স্টার স্পোর্টস ও হটস্টারে।


এর আগে ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে ছোট করে ‘বাচ্চে আভি বাচ্চে নেহি হ্যা’ বিজ্ঞাপন বানিয়েছিল স্টার স্পোর্টস। কিন্তু সেই সিরিজে ভারতকে ২-১ এ হারিয়ে জবাবটা ব্যাট-বলেই দিয়েছিল বাংলাদেশ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com