শিরোনাম
আইসিসির সদস্য পদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ২২:২১
আইসিসির সদস্য পদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইসিসির সদস্য পদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। সোমবার (১৪ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।


এর ফলে আগামী জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং পরবর্তীতে আইসিসি সুপার লিগে অংশগ্রহণে আর কোন বাধা থাকছে না আফ্রিকার দেশটির। জিম্বাবুয়ের পাশাপাশি শর্তসাপেক্ষে নিজেদের সদস্যপদ ফিরে পেয়েছে নেপালও।


পূর্ণ সদস্য দেশ হিসেবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের বিধান রয়েছে। জিম্বাবুয়ে তা ভাঙায় গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় স্থগিত করা হয়েছিল দেশটির সদস্যপদ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com