শিরোনাম
মাহমুদুলের শতকে শ্রীলঙ্কার বিপক্ষে যুবাদের বড় সংগ্রহ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১
মাহমুদুলের শতকে শ্রীলঙ্কার বিপক্ষে যুবাদের বড় সংগ্রহ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ যুবারা।


শ্রীলঙ্কার মারাতুয়ার ফেরর্নান্দো স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ১২৬ রান করেছেন মাহমুদুল হাসান। ১৪০ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ১২টি চার ও দুটি ছক্কার মার।


অর্ধশতক করেছেন চার নম্বরে নামা তৌহিদ হৃদয়। ৭৫ বলে খেলা তার ৫০ রানের ইনিংসটি চারটি চারে সাজানো। অন্যদের মধ্যে শামিম হোসেন ২২ ও তানজিদ হাসান ১৭ রান করেন।


স্বাগতিক শ্রীলঙ্কার বোলারদের মধ্যে পেসার দিলশান মাদুশানকা ৩টি উইকেট নেন।


গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকেও ৬ উইকেটে হারায় বাংলাদেশ। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জুনিয়র টাইগাররা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com