শিরোনাম
হারের শঙ্কায় বাংলাদেশ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪
হারের শঙ্কায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বৃষ্টির কারণে আজকের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ৩৯৮ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৩৬ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ! ৪ উইকেট হাতে রেখে পঞ্চম দিনে জয়ের জন্য স্বাগতিকদের ২৬২ রান প্রয়োজন। সাকিব ৩৯ আর সৌম্য ০ রানে অপরাজিত আছেন।


দ্বিতীয় ইনিংস সূচনা করেন লিটন দাস এবং সাদমান ইসলাম। তারা ৩০ রানের জুটি গড়ার পর জহির খানের বলে বিচ্ছিন্ন হন।


ব্যক্তিগত ৯ রান করে আউট হন লিটন দাস। এরপর ব্যাট করতে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১২ রান করার পর জহির খানের বলে আউট হন।


এরপর সাদমানের সঙ্গ দেন মুশফিকুর রহিম। ব্যক্তিগত ২৩ রানে রশিদ খানের বলে আউট হন ‘ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকও।


মুমিনুল হক ‘টেস্ট স্পেশালিষ্ট’ খ্যাতি পেলেও রশিদ খানের ঘূর্ণি বুঝতে না পেরে এলবিডাব্লিউ হন ৩ রান করে। সাদমানের সঙ্গে সাকিব যোগ দিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন।


কিন্তু জুটিতে ২৪ রান আসতেই মোহাম্মদ নবির বলে এলবিডাব্লিউ হয়ে যান ১১৪ বলে ৪১ করা সাদমান। ১১ রানে রশিদের সৌজন্যে একবার জীবনও পান সাকিব। টানা ব্যর্থ হওয়া মাহমুদউল্লাহ ৭ রান করে রশিদ খানের শিকার হন। শর্টে দুর্দান্ত ক্যাচ নেন ইব্রাহিম জারদান। শেষে বৃষ্টিতে ৪:৪০ মিনিটেই দিনের খেলা শেষ হয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে করেছে ১৩৬ করেছে।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com