শিরোনাম
যার পরামর্শে বদলে যান সাকিব
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৯, ১৭:০২
যার পরামর্শে বদলে যান সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন। ব্যাট হাতে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ১১ উইকেট নেন তিনি। দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্যে একাধিক বিশ্বরেকর্ড গড়ে পেছনে ফেলেছেন বিশ্বের অনেক রথী-মহারথীকে।


বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হলেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।


সাকিবের এতো সাফল্য এসেছে যার পরামর্শে তিনি হলেন শ্রীলংকা কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের বদলে যাওয়ার পেছনে সাঙ্গাকারার পরামর্শ বড় ভূমিকা রেখেছে।


সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছি। গত বছর সে কাউন্টিতে কীভাবে এতো রান করলো তা জেনেছি।


এমসিসির মিটিংয়ে সাঙ্গাকারা আমাকে বলেন, তুমি যত সতেজ থাকবে, নির্ভার থাকবে, তত ভালো হবে। পাগলের মতো অনুশীলন করার দরকার নেই। ঘুরো ফিরো মজা করো। তবে খেলার সময়টায় পূর্ণ মনোযোগ দেবে।


প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাকিব।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com