শিরোনাম
ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আফগান ক্রিকেটাররা
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৯, ১৪:২৫
ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আফগান ক্রিকেটাররা
স্পোর্টস রিপোর্টার
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। আর ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


শুক্রবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রশিদ খানরা।


স্বল্প ভ্রমণ বিরতির পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে নভোয়ার এয়ারলাইনে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেন তারা। বন্দরনগরীতে পৌঁছে একদিন বিশ্রাম নেবেন আফগানরা। পরে হালকা অনুশীলন করবেন।


১-২ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন তারা। আর ৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com