শিরোনাম
কোহলিদের কোচ হওয়ার ফের ইচ্ছা প্রকাশ সৌরভের
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৭:৩৬
কোহলিদের কোচ হওয়ার ফের ইচ্ছা প্রকাশ সৌরভের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বীরেন্দ্র সেবাগ শুক্রবারই দাবি করেছিলেন অনিল কুম্বলেকে ভারতের প্রধান নির্বাচক করার। এ বার ভারতের প্রাক্তন ওপেনারের সমর্থনে এগিয়ে এলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে, বীরুর সঙ্গে সহমত পোষণ করেছেন সৌরভ। পাশাপাশি ইচ্ছা প্রকাশ করেছেন বিরাট কোহলিদের কোচ হওয়ারও।


সেবাগের পাশে দাঁড়িয়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার প্রসঙ্গে সৌরভ বলছেন, ‘অনিল কুম্বলে যথেষ্ট যোগ্য প্রার্থী। কুম্বলে যদি ভারতের প্রধান নির্বাচক হয়, তা হলে এর থেকে ভালো আর কী হতে পারে! দল নির্বাচনের ক্ষেত্রে আরো বেশি সততা, অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে ভারতীয় ক্রিকেট। সেবাগেরও ভাল নির্বাচক হওয়ার গুণ রয়েছে। বীরুর সাহস রয়েছে। সেই সঙ্গে ওর বড় ম্যাচ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিস্কার। অতীতে বহু ম্যাচ জিতিয়েছে বীরু। বড় ম্যাচ বিশ্লেষণ করার দিক থেকে সেবাগের জুড়ি মেলা ভার। সুতরাং, বীরু দায়িত্ব পেলে ভাল কাজই করবে। অনিল কুম্বলে ও বীরেন্দ্র সেবাগের ভাল নির্বাচক হওয়ার গুণ রয়েছে।’


দিন কয়েক আগেই সৌরভ বলেছিলেন, তিনি ভবিষ্যতে ভারতের কোচ হতে আগ্রহী। তখন দেশে বিদেশের বিভিন্ন প্রার্থী ভারতের হেড কোচের চেয়ারে বসার জন্য আবেদন করেছিলেন। সেই সময়ে সৌরভ জানিয়েছিলেন, তিনিও ভবিষ্যতে বিরাট কোহলিদের কোচ হিসেবে কাজ করতে চান।


সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ আরো একবার কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করে বলেন, ‘ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাই, তা আগেই বলেছিলাম। বিরাট কোহলি ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন ক্রিকেটার। কোহলির সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে।’


সৌরভের নেতৃত্বে ভারতীয় দল বদলে গিয়েছিল। বিদেশের মাটিতেও যে ভারত জিততে পারে, সেই বিশ্বাসের জন্ম হয়েছিল সৌরভের নেতৃত্বেই। জাতীয় দলের কোচ হলে ভারতের প্রাক্তন অধিনায়ক সেই বিশ্বাসের জন্ম দিতে পারবেন কোহলিদের সাজঘরে, এমনটাই বিশ্বাস ক্রিকেট বিশেষজ্ঞদের।


সৌরভ বলেন, ‘বড় টুর্নামেন্টে দলকে জেতানোর অবদান রাখতে পারলে ভালোই লাগবে।’সৌরভ কোচ হলে, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে জয় অভ্যাসে পরিণত করার বিশ্বাস ছড়িয়ে দিতে পারবেন বলেই মত ক্রিকেট মহলের একটা বড় অংশের।


কুম্বলের মতো হেভিওয়েট প্রার্থী ভারতের নির্বাচক হলে, বিসিসিআই-কেও সেই পদের সুযোগসুবিধাও বাড়াতে হবে। সেবাগের সঙ্গে সহমত পোষণ করে সৌরভ বলছেন, ‘নির্বাচকদের ভাল বেতন দেয়া উচিত। কারণ ক্রিকেটে নির্বাচকদের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। কোচ তার মতামত জানান, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো নেন নির্বাচকরাই।’


আপাতত কোচ হিসাবে রবি শাস্ত্রীর সঙ্গে আরো দুবছরের চুক্তি করেছে ভারতীয় বোর্ড। এই দুবছরে ভারতের সাফল্য কামনা করেছেন সৌরভ।শাস্ত্রীর চুক্তি শেষ হচ্ছে ২০২১ সালে। তখন ভারতের নতুন কোচ হিসেবে দেখা যেতেই পারে সৌরভকে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com