দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯০ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]