প্লে স্টোর থেকে ৩৩১টি ক্ষতিকর অ্যাপ সরালো গুগল
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৯
প্লে স্টোর থেকে ৩৩১টি ক্ষতিকর অ্যাপ সরালো গুগল
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজকের স্মার্টফোন যুগে অ্যাপ ছাড়া জীবন প্রায় অকল্পনীয়। কিন্তু জানেন কি? কিছু অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতেও পারে! সম্প্রতি গুগল ৩৩১টি ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে। এই অ্যাপগুলো ৬ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি করেছিল।


গুগল জানিয়েছে, এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড ১৩-এর নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে ব্যবহারকারীদের ফোনে ক্ষতিকর ভাইরাস প্রেরণ করছিল। যার ফলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং ডিটেলসও চুরি হওয়ার ঝুঁকি ছিল।


বিশেষজ্ঞদের মতে, “ভ্যাপার অপারেশন” নামের একটি ক্যাম্পেইনের আওতায় সাইবার অপরাধীরা অ্যাপগুলোকে বিজ্ঞাপন জালিয়াতির জন্য ব্যবহার করছিল। রিপোর্ট অনুযায়ী, এই অপারেশনে ১৮০টির বেশি অ্যাপ জড়িত ছিল, যা প্রতিদিন ২০ কোটিরও বেশি ভুয়া বিজ্ঞাপনের অনুরোধ তৈরি করত।


নিরাপত্তা সংস্থা বিটডিফেন্ডার জানায়, ৩৩১টি ক্ষতিকর অ্যাপের মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপ ছিল - AquaTracker, ClickSave, Downloader, Scan Hawk, TranslateScan ও BitWatch। এই অ্যাপগুলোর ডাউনলোড সংখ্যা ১ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত ছিল।


কীভাবে সুরক্ষিত থাকবেন?


প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ ও অনুমতিগুলো ভালোভাবে চেক করুন।
সন্দেহজনক বা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে সরিয়ে ফেলুন।
সর্বদা ফোনের অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা সফটওয়্যার আপডেট রাখুন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com