অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্স৯সি’ স্মার্টফোন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২০:০৫
অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্স৯সি’ স্মার্টফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবশেষে দেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেয়া স্মার্টফোন, অনার এক্স৯সি, উন্মোচন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। আনব্রেকেবল এআই স্মার্টফোন – এই স্লোগান নিয়ে এই স্মার্টফোনটির অগ্রিম বুকিং ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের বাজারে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে আগামী ১৮ মার্চ।


অনার এক্স৯সি -তে রয়েছে ৬,৬০০ মিলি অ্যাম্পিয়ার-আওয়ারের আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে, যা ইতোমধ্যেই স্মার্টফোন ব্যাটারির নতুন মানদণ্ড স্থাপন করেছে। স্মার্টফোনটি একবার সম্পূর্ণ চার্জে নিশ্চিন্তে পুরো দিন ব্যবহার করা যাবে।


ব্যবহারকারীরা মাত্র একবার চার্জে ফোনটিতে ৪৮.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক স্ট্রিমিং করতে পারবেন এবং ২৫.৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও দেখতে পারবেন। সম্প্রতি, ডিএক্সওমার্ক ব্যাটারি র‍্যাঙ্কিংয়ে এ অনার এক্স৯সি প্রথম স্থান অর্জন করেছে—অনবদ্য পারফরমেন্স, অপটিমাইজড এনার্জি ম্যানেজমেন্ট ও দ্রুত চার্জিং সক্ষমতার জন্য স্মার্টফোনটির স্কোর ছিল ১৬৪। ডিভাইসটির সাথে রয়েছে ৬৬ ওয়াটের দ্রুতগতির চার্জার, যার মাধ্যমে মাত্র স্মার্টফোনটি মাত্র ৪২ মিনিটে ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। আর মাত্র ৫ মিনিট চার্জেই পাওয়া যাবে অতিরিক্ত ৭ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।


অনার এক্স৯সি স্মার্টফোনটিতে এ নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে, ২ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। এর আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখবে এবং বেজিয়ার কার্ভ ডিজাইন সুরক্ষিত রাখবে ফোনের চার কোণাকে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আই-কমফোর্ট ওএলইডি ডিসপ্লে। এছাড়া, ১২০ হার্টজ রিফ্রেশ রেট হওয়ার কারণে ইন্টারফেস ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ।


স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা, যার ১/১.৬৭” লার্জ সেন্সর নিশ্চিত করবে দুর্দান্ত ছবি। ক্যামেরাটির ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার চলমান অবস্থায় ঝাঁকুনি ও অস্পষ্টতা কমিয়ে সুস্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়তা করবে। পাশাপাশি, অনার এক্স৯সি’র এআই ফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে নতুন মাত্রা দান করবে। অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে অনারের নিজস্ব ম্যাজিকওএস ৮.০ অপারেটিং সিস্টেম সমর্থিত এ স্মার্টফোনটি ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন।


দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় তিনটি রঙে, যথা: টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম পার্পল ও জেইড সায়ান। আগ্রহী ক্রেতারা স্মার্টফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন এ ওয়েবসাইটে (https://smart-honor.com/) গিয়ে। স্মার্টফোনপ্রেমীদের আনন্দকে দ্বিগুণ করতে প্রি-বুকিং গিফটও দিচ্ছে অনার। গিফট হিসেবে থাকছে এক্সক্লুসিভ অনার ব্যাকপ্যাক ও কাস্টোমাইজড ব্যাক কাভার; সাথে দুই বছরের অফিশিয়াল ওয়্যারেন্টি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com