ভিভো নিয়ে আসছে জাইসের অত্যাধুনিক ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৬:১৬
ভিভো নিয়ে আসছে জাইসের অত্যাধুনিক ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিভো নিয়ে আসছে জাইসের অত্যাধুনিক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ভিভো ভি৫০ স্মার্টফোনটির মাধ্যমে পাওয়া যাবে আরও বেশি প্রাণবন্ত ও নিখুঁত ছবি। বিশেষ করে প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে এটি দেবে এক অনন্য অভিজ্ঞতা। ভিভো ভি৫০ এর প্রতিটি ক্যামেরাই জাইস প্রযুক্তির ৫০ মেগা পিক্সেলের। ফোনটিতে থাকছে ফোর-ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন। মাত্র ৭.৩৯ মি.মি. এই ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ভোল্ট ব্যাটারি। আইকনিক ডিজাইনের ফোনটি পাওয়া যাবে দুটি ফ্যাশনেবল কালার অপশনে।


জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়নের কাজ করে আসছে ভিভো। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের সহযোগিতায় এর আগেও কয়েকটি এক্স এবং ভি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে ভিভো। তারই ধারাবাহিকতায় এবার আসছে জাইসের ইমেজিং সিস্টেমে তৈরি আরও উন্নত পোর্ট্রেট ফটোগ্রাফি প্রযুক্তির ভিভো ভি৫০ স্মার্টফোন।
ভিভো ভি৫০তে ১/১.৫৫″ ক্যামেরা সেন্সর ও এআই লাইটিং সিস্টেম ২.০ থাকার কারণে রাতে তোলা ছবিগুলো হবে আরও স্পষ্ট ও সুন্দর। ভি৫০ এর ক্যামেরায় থাকছে ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন, এআই ইনহ্যান্স, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার। এছাড়াও থাকছে ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন। এতে হাত নড়ে গেলেও ছবি ঘোলা হয়ে যাবে না।


ভিভো ভি৫০ এর ক্যামেরার পোর্ট্রেট মোডে পেশাদার লেন্সে স্পেশাল বোকে (বøার) ইফেক্ট ছবির বিষয়বস্তুকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এতে ডিএসএলআরের মতো ফটোগ্রাফির অনুভূতি পাওয়া যায়। এই ফোনের জাইস অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স প্রতিটি ছবিকে করে তোলে পরিষ্কার ও প্রাণবন্ত। ভিভো ভি৫০ এ থাকছে জাইসের মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যেটি ২৩ মি.মি. ৩৫ মি.মি. বা ৫০ মি.মি. ফোকাল লেন্থে শট নেওয়ার সুযোগ দেয়। এতে করে ছবিটি মনে হয় আরও প্রফেশনাল।


স্মার্টফোনের ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে ভিভো ভি৫০। ফোনটিতে থাকছে আলট্রা স্লিম ফোর-ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহার করার সময় দেবে আরামদায়ক অনুভূতি। ভিভো ভি৫০ স্মার্টফোনে দুটি কালার অপশন রয়েছে। একটি হচ্ছে স্ট্যারি বøু, আরেকটি স্যাটিন বø্যাক। স্ট্যারি বøু রঙের ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম, যা হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করে কেসের ওপর খালি চোখে থ্রিডি অভিজ্ঞতা দেবে। আর স্যাটিন ব্ল্যাক রঙ চিরন্তন স্টাইল ও অভিজাত সৌন্দর্যের প্রতিচ্ছবি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com