টিকটকের ফিল্টার ব্যবহারে আসছে বিধিনিষেধ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩১
টিকটকের ফিল্টার ব্যবহারে আসছে বিধিনিষেধ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজের তৈরি কন্টেন্টকে আরও আকর্ষণীয় করতে ফিল্টারও ব্যবহার করেন কেউ কেউ। এর মাধ্যমে নিজের অবয়ব পরিবর্তন করে ফেলতে পারেন যে কেউ। এসব ফিল্টার যে কেউ চাইলেই ব্যবহার করতে পারতেন। তবে এবার ১৮ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারী চাইলেও চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য টিকটক ফিল্টার ব্যবহার করতে পারবে না।


তরুণদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কিশোর-কিশোরীদের প্ল্যাটফর্মটিতে এসব ফিল্টার আর ব্যবহার করতে দেবে না টিকটক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ভার্জ।


টিকটক জানিয়েছে, নতুন এ বিধিনিষেধে ১৮ বছরের কম বয়সীরা ফিল্টার ব্যবহার করতে পারবেন না। এছাড়াও টিকটকে থাকা বিভিন্ন ফিল্টারের বিবরণে সেগুলো কী কী পরিবর্তন আনে এবং কী কাজ করে তা স্পষ্ট করে উল্লেখ থাকবে।


আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিধিনিষেধ কার্যকর করা হবে বলেও জানিয়েছে টিকটক। নতুন এই বিধিনিষেধ শুধু ইউরোপেই নয়, পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে কার্যকর করা হবে।


তবে যেসব ফিল্টার হাস্যরস বা মজা করার জন্য তৈরি করা হয়েছে, সেগুলো এই বিধিনিষেধের আওতায় পড়বে না। ত্বক মসৃণ, চোখের পাতা লম্বা এবং মুখ সরু দেখানোর মতো ফিল্টারগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com