গুগল ফোন কল রেকর্ড করছে কিনা বুঝবেন কীভাবে?
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:৫৮
গুগল ফোন কল রেকর্ড করছে কিনা বুঝবেন কীভাবে?
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমাদের স্মার্টফোনে আমরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করে থাকি, সেগুলো অনেকক্ষেত্রেই আমাদের ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করে। গুগলও কি আড়ি পাতে আমাদের ফোনে ?


অ্যাপকে পারমিশন দেওয়া থাকলে ক্যামেরা বা মাইক্রোফোনের মাধ্যমে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার একটা শঙ্কা থাকে।


গুগল বলছে ফোনে যদি ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি সেটিংস বন্ধ থাকে তাহলে আপনার কোনো ভয়েস ইনপুট গুগল অ্যাকাউন্টে সেভ হবে না।


গুগল মাঝে মাঝেই ইউজারদের জন্য নানারকম ফিচার্স নিয়ে আসে। ডেটা ও প্রাইভেসি নিয়েও কিছু ফিচার্স আছে গুগলের।


এই ধরনের ফিচার্সের সাহায্যে ফোনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে সহজেই গুগল অডিও সংগ্রহ করে নিতে পারে।


গুগল এটিকে কমান্ড শোনা ও বিপণন ব্যবস্থা আরও ভালো করার চেষ্টা বলে দাবি করেছে, কিন্তু তা সত্ত্বেও এটি একপ্রকার গোপনীয়তা লঙ্ঘন।


এই বিষয় থেকে বাঁচতে হলে অ্যানড্রয়েড বা ট্যাবলেটের সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে যেতে হবে ডেটা ও প্রাইভেসি বিকল্পে।


এরপরে আপনাকে যেতে হবে হিস্ট্রি সেটিংস অপশনে। এর অধীনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে।


এর মধ্যে আপনি দেখতে পাবেন Include Voice and Audio Activity অপশনের চেকবক্স। এই চেকবক্সটি আনচেক করে রাখতে হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com