৩৫০ সিসির রয়েল এনফিল্ড কবে আসবে দেশে?
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৩৬
৩৫০ সিসির রয়েল এনফিল্ড কবে আসবে দেশে?
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিখ্যাত মোটরসাইকেল রয়েল এনফিল্ড। ওই দেশের গণ্ডি পেরিয়ে এই বাইকের সুনাম ছড়িয়েছে বিশ্বব্যাপী। বিশেষ করে বাংলাদেশের তরুণরা এই মোটরবাইকের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে।


অবশেষে প্রতিক্ষার প্রহর কাটল। জানা গেল বাংলাদেশে রয়েল এনফিল্ড লঞ্চ হওয়ার দিনক্ষণ।


রয়েল এনফিল্ড বাংলাদেশ নামের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা গেছে। পেজটিতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে ২১ অক্টোবর ৩৫০ সিসির রয়েল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে।


দেশে রয়েল এনফিল্ড উৎপাদন, সংযোজন এবং বাজারজাত করার দায়িত্ব পেয়েছে ইফাদ অটোস।


রয়ের এনফিল্ড বাংলাদেশে তৈরির জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় প্রযুক্তিতে প্লান্ট স্থাপন করা হয়েছে। সেখানেই এখন তৈরি হচ্ছে বিশ্ব মানের এই বাইক। যা শিগগিরই আলোর মুখ দেখছে।


উল্লেখ্য, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। এরপর বাজাজ, হোন্ডা, ইয়ামাহা এবং রয়েল এনফিল্ড বাংলাদেশে হায়ার সিসির বাইক আনতে তোড়জোর শুরু করে। কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হায়ার সিসির বাইক এ দেশেই সংযোজন করতে হবে। এমনকি মোটরসাইকেলের বেশ কিছু যন্ত্রাংশ এ দেশেই তৈরি করতে হবে। সেই নিয়ম মেনেই রয়েল এনফিল্ড ইফাদ অটোসকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশে এই বাইক উৎপাদন, ইঞ্জিন সংযোজন এবং বাজারজাতকরণের।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com