
শিক্ষা ও বিনোদনমূলক ভিডিও দেখার জন্য অনেকেই নিয়মিত ইউটিউব ব্যবহার করে থাকেন। কেউ কেউ পছন্দের ভিডিও অন্যদের দেখার সুযোগ দিতে সেই ভিডিওর লিংক বন্ধু বা পরিচিত ব্যক্তিদের পাঠান।
তবে ভিডিওর আকার বড় হলে ভিডিওর গুরুত্বপূর্ণ বা মজার অংশ দেখার জন্য পুরো ভিডিও দেখতে হয়, যা বেশ সময়সাপেক্ষ।
তবে চাইলেই ইউটিউবে থাকা ভিডিওর গুরুত্বপূর্ণ বা মজার অংশের ক্লিপ অন্যদের পাঠানো যায়। ইউটিউব ভিডিওর নির্দিষ্ট অংশের ক্লিপ অন্যদের পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভিডিওর নির্দিষ্ট অংশ অন্যদের পাঠানোর জন্য ইউটিউব অ্যাপ থেকে নির্দিষ্ট ভিডিও চালু করতে হবে।
এরপর চ্যানেলের নামের নিচে থাকা ক্লিপ অপশন নির্বাচন করে ভিডিও ক্লিপের কাঙ্ক্ষিত অংশ নির্দিষ্ট করতে হবে।
এবার সর্বোচ্চ ৫৯ সেকেন্ডের ক্লিপ নির্বাচন করে ওপরে থাকা টাইটেল অংশে ভিডিওর টাইটেল লিখতে হবে।
এরপর নিচে থাকা শেয়ার ক্লিপ অপশন নির্বাচন করার পর লিংকটি কপি করতে হবে।
এবার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ই–মেইল আইকন নির্বাচন করে কাঙ্ক্ষিত ব্যক্তির অ্যাকাউন্ট নির্বাচন করলেই ভিডিওর লিংকটি সেই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যাবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]