আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬
আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

অপরিচিত নম্বর থেকে ফোন এলে সহজেই ধরে ফেলার জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার। তবে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা বেশি পেতেন।


এবার আইফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে আসছে ট্রু-কলার। ‘অটো ব্লক স্প্যাম’ ফিচারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সহজেই কলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।


ট্রু-কলার জানিয়েছে ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয় অপরিচিত স্প্যাম নাম্বারগুলো ব্লক করে দেবে। ফলে ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না।


কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে ট্রু-কলার? জানা গেছে, এই স্প্যাম ফোনগুলো কল লগে মিসড কল হিসেবে দেখাবে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।


বর্তমানে কোনো বৈধ অ্যাকাউন্ট থেকে ফোন এলে তার নামের পাশে টিক-চিহ্ন দেওয়া থাকে এবং তার নিচেই থাকে ভেরিফায়েড ব্যাজ লেখাটি। ফলে গ্রাহক দ্বিধাহীনভাবে কথা বলতে পারছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com