আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৯:৩৬
আইসিটি বিভাগের ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) ৬ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় এবং তদন্ত চলার কারণে এমন নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্যপ্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।


চিঠি অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব-স্ব দায়িত্ব পালন হতে বিরত রাখতে হবে।


যে সব কর্মকর্তাকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন — বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।


ওই চিঠিতে এই ছয় কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com