টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৫:০১
টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে।


১৬ জুলাই, মঙ্গলবার স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড তাদের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়।


এদিকে ফেইসবুক পোস্টের মাধ্যমে একই তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।


তাছাড়া সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপেও তিনি একই কথা বলেন।


কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।’


পলক বলেন, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল, সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি।’


কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমত হচ্ছে, আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে।


আমাদের কাছে শতশত আবেদন আসে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরো প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে।’


তিনি বলেন, ‘কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সঙ্গে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।’


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘সেই জায়গাতে আমাদের কিছু বিধিনিষেধ আছে। কেন আমরা টেন মিনিট স্কুলের এই প্রস্তাবটি বাতিল করলাম, আমরা যদি ওদের কোনো নেগেটিভ বিষয় প্রকাশ করি এটা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে, কিংবা ভবিষ্যতে যেতে পারে। তাহলে কেন দিলাম না, সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি বা আমরা প্রকাশ করি, তাহলে এটা আসলে আমাদের নৈতিকভাবে চুক্তির বরখেলাপে পড়ে যায়। সে কারণেই আমি বলব, কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোনও বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি না।’


পলক আরো বলেন, ‘কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথাই আছে যে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।


তিনি বলেন, যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে, সেই ভিত্তিতে বলবো, কেউ যদি বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে, এইসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়, সেখানে সরকার ব্যবস্থা নেবেই।


অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটাবিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


তবে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com